সারাদেশ

তারেক রহমানকে কটুক্তি: সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য, অপপ্রচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ জুলাই) খানপুর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল সফল করতে দুপুর আড়াইটার দিক থেকেই মহানগর বিএনপির বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে আর শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতালের সামনে জড়ো হয়।

বিক্ষোভ মিছিলে যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, ‘জামায়াত শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার’পিন্ডি যাবে রাজাকার’ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ।

Leave a Reply

Back to top button