ড্রামের ভিতর লাশের পরিচয় শনাক্ত, পরকীয়ার জেরে হত্যা

ফতুল্লায় ড্রামের ভিতর থেকে উদ্ধার হওয়া দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নয়ন। পরকীয়ার জেরে নিহত হন তিনি।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা, দুই মেয়ে সুমনা ও সানজিদা ও পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল ও চয়ন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মঙ্গলবার ৭ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেছেন।
তারেক আল মেহেদী জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম নয়ন। সে একজন মাদক ব্যবসায়ি। গত ৮-১০ দিন আগে জামিনে বের হয়ে হত্যার শিকার হন তিনি। নয়নের দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণেই নয়নকে হত্যা করে লাশ ড্রামের ভেতর ঢুকিয়ে গুম করার চেষ্টা করে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছিলাম। লাশের পরিচয় শনাক্ত হয়েছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নয়ন ফতুল্লার পিলকুনি এলাকার আব্দুল সালামের ছেলে। তার মরদেহটি তক্কার মাঠস্থ এলাকার মাওয়া সুপার মার্কেটের পেছনের একটি ফাঁকা জায়গায় ড্রামের ভেতর পাওয়া যায়।