রাজনীতি

আমাদের মূল সমস্যা গ্রুপিং : খোকন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেছেন, ফতুল্লার সম্মেলনের জন্য যেখানে স্থান নির্ধারণ করা হয়েছিল এই সরকারের পেটোয়া বাহিনী, যুবলীগ ছাত্রলীগ সেখানে প্রোগ্রাম দিয়েছে। ফতুল্লা বিএনপি শক্তিশালী বলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ভেন্যুতে সম্মেলন আয়োজন করতে পেরেছে।আমি তাদেরকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

মঙ্গলবার (১৩ জুন) সকালে ফতুল্লার পাগলা দেলপাড়াস্থ মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই, হাহাকার চলছে, পণ্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ নেই। আগের যুগে ফিরে গেছি আমরা। বাজারে গিয়ে তেল কিনলে নুন কিনতে পারে না। সবার মাঝেই হাহাকার আজকে। মানুষ ভোটাধিকার হারিয়েছে। নিশীরাতের সরকার গণতন্ত্র হরণ করেছে।

খোকন আরও বলেন, দলের মধ্যে হানাহানি গ্রুপিং থাকতে পারবে না। আমাদের মূল সমস্যা গ্রুপিং, এটা কাম্য না। আমাদের বড় পরিচয় আমরা জিয়ার সৈনিক।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও বিএনপি নেতা রুহুল আমিন শিকদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহম্মেদ ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন।

এ ছাড়াও অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সদস্য রুহুল আমিন শিকদার, নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, থানা স্বেচ্ছদ সেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদসহ প্রমুখ।

Back to top button