সারাদেশ

টিপুকে বাঁচাতে গিয়ে আহত কাউন্সিলর দিনা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিলে পদবঞ্তিদের হামলায় বেধড়ক মার খাওয়া সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে বাঁচাতে গিয়ে হাতে গুরুতর আহত হয়েছেন ‘মানবতার মা’ খ্যাত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় নারী কাউন্সিলর ও মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর আয়শা আক্তার দিনার স্বামী সায়েম প্রধান।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি৷ মহানগর যুবদলে প্রধান পদপ্রত্যাশী ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ৷ তিনি পদ না পাওয়ায় তার অনুসারীরা মহানগর বিএনপির কর্মসূচিতে লাঠি-সোটা হাতে হামলা করেন৷ ভাঙচুর করেন সড়কে থাকা কয়েকটি যানবাহন৷ এসময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে বেধড়ক পেটানো শুরু করেন তারা। তাকে রক্ষা করতে গেলে হাতে গুরুতর আঘাত পান কাউন্সিলর দিনা।

এ বিষয়ে কাউন্সিলর দিনা বলেন, টিপু ভাইকে যখন মাথায় বাঁশ দিয়ে আঘাত করছিলো তার মাথাটা সেফ করার জন্য তখন আমি আমার হাত আগায় দিছি। আমার হাত ব্যথায় ফুলে গেছে। কালো হয়ে গেছে হাতটা। বর্তমানে আমি হাসপাতালে আছি।

এদিকে গত কয়েকদিন ধরে ফেসবুকে ও গনমাধ্যমে কাউন্সিলর দিনাকে লাঞ্চিত করার অভিযোগ উঠে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে। এবার সেই টিপুকে মারধর থেকে বাঁচিয়ে আরও একবার ‘মানবতার মা’ পরিচয় দিলেন কাউন্সিলর আয়শা আক্তার দিনা।

 

 

Back to top button