সারাদেশ

জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে পুলিশ সুপার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) প্রেসক্লাবের নিউজরুমে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকর্মী পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারন চিহ্নিত করেছে পুলিশ। যানজট নিরসন করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও
নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক দিক বিবেচনা করে পুলিশ কাজ শুরু করেছে। মাদক, ছিনতাই,ডাকাতি, কিশোর গ্যাং রাহাযানি সন্ত্রাসী কর্মকান্ড জিরো ট্রলারেন্সে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান উপস্থিতি ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি,  সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজা, প্রেস ক্লাবের বর্তমান কমিটির সদস্য আবদুস সালাম, মাহফুজুর রহমান, আনিছুর রহমান জুয়েলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। 

 

Leave a Reply

Back to top button