সারাদেশ

জিয়া সরাসরি বঙ্গবন্ধু খুনের সাথে জড়িত : আরমান

‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে সরাসরি জড়িত’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি. এম. আরমান। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা গর্বের সাথে বলেছে শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। সে সময় তৎকালীন ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। তিনি কিভাবে কেনো খুনিদের পদান্নতি করে বিদেশে রাষ্ট্রদ্রুত করেছে। সুতরাং জিয়াউর রহমান এ খুনের সাখে জড়িত ছিলো।

শনিবার (১২ আগষ্ট) বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ‘ফিরে দেখা ৭৫’ এর আয়োজনে হাজার বছ‌রের শ্রেষ্ঠ বাঙ্গালী জা‌তির জনক বঙ্গবন্দু শেখ মু‌জিবুর রহমান এর শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষো আ‌লেচনা সভায় এ কথা বলেন তিনি।

আরমান বলেন, বিএনপি কিছুদিন আগে তারা আন্দোলনের নামে বাসে আগুন দিয়েছে। আজকে তাদের এহেন কর্মকান্ডে সরকার তাদেরকে সন্ত্রাসীদের দল হিসেবে অ্যাখায়িত করেছে। কিছুদিন আগে অ্যামেরিকা বলেছে বিএনপি সন্ত্রাসীদের দল। তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে। এ দেশে কখনো তত্ত্বাবধায়ক সরকার সম্ভব না। সাংবিদানিক অনুযায়ি একজনন নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন করতে হবে। যদি নির্বাচন না করেন বিগত দিনে আপনাদের যে অবস্থা হয়েছে আগামীতেও আপনাদের জনগন কাছে টেনে নিবে না।

‘ফিরে দেখা ৭৫’ এর আহবায়ক এস.এম. পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।আরও উপস্থিত ছিলেনমহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানিসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

Back to top button