জাকির খান আসেননি, পেছাল শাব্বির হত্যার সাক্ষ্যগ্রহণ
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণের কার্যক্রম পিছিয়ে নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (৫ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল। আদালতে স্কট না থাকায় ও আসামী শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে না আনায় আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
নিহত শাব্বির আলম খন্দকার মামলার বাদী বিএনপির বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ অসংখ্য মামলা আছে।
২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক তৈমুর আলমের ছোট ভাই ব্যবসায়ী নেতা শাব্বির আলম আততায়ীর গুলিতে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন তৈমুর আলম বাদী হয়ে জাকির খানের দুই ভাই জিকু খান, মামুন খানসহ সাতজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। এরপর জাকির খান থাইল্যান্ডে পাড়ি দেন।
জাকির খানের বিরুদ্ধে ১৯৯৪ সালে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা হয়েছিল। ওই মামলায় তাঁর ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সাজা কমে ৮ বছর হলেও গ্রেপ্তার এড়াতে তিনি দেশ-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৬ সালের ২০ জুন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি শাব্বির হত্যা মামলায় জাকির খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। জাকির ভারত হয়ে বাংলাদেশে এসে পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস শুরু করলে গত বছরের ২ সেপ্টেম্বর র্যাব তাঁকে গ্রেপ্তার করে।