সারাদেশ

ছাদখোলা গাড়িতে ‘শোডাউন’ করলেন হেফাজত নেতা ফেরদাউসুর

ছাদখোলা প্রাইভেটকারে জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সঙ্গে ব্যানার ফ্যাস্টুন সহ নেতাকর্মীরা। এভাবেই নারায়ণগঞ্জ-৫ আসনে জোটের মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজের অবস্থান জানান দিলেন তিনি। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের খানপুর থেকে একটি শোডাউন বের করেন তিনি। শোডাউনটি চাষাঢ়া ও বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। 

এ সময় মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিছু দেশি ও আন্তর্জাতিক চক্র এই নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু আমরা তা প্রতিহত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি জোট আমাকে মনোনয়ন দেয়, তবে আমি এই আসনে লড়ব। আর যদি দল অন্য কাউকে যোগ্য মনে করে, তবে আমি তার পক্ষেই কাজ করব।

জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই হতাশা প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো নয়। নারায়ণগঞ্জের মানুষ নানা দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছে।” তিনি প্রতিশ্রুতি দেন, “যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা জনগণের পাশে থাকব।

Leave a Reply

Back to top button