চুরি হওয়া রিকশার জন্য চালককে শিকলবন্দী

অটোরিকশা চুরির জন্য সিদ্বিরগঞ্জে আজিজুল ইসলাম সাগর নামে এক চালককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ ওঠেছে অটোরিকশা মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত মালিকের নাম সাইদুল ইসলাম।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে মিজমিজি মালেক মেম্বার পুল এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌছালে তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ভুক্তভোগি রিকশাচালকে সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকা থেকে সাগরের চালানো রিকশাটি চুরি হয়ে যায়। বিষয়টি সে মালিক সাইদুল ইসলামকে জানালে মালিক ক্ষতিপূরণ দাবি করেন। ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাইদুল রিকশাচালক সাগরকে শিকল দিয়ে বেঁধে রাখেন এবং তার পরিবারকে টাকা দিয়ে ছাড়িয়ে নিতে বলেন। বিষয়টি গনমাধ্যমকর্মীরা জানলে তারা আসেন এবং তাদের উপস্থিতিতে সাগরের শিকল খুলে দেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমাদের পৌঁছানোর আগেই মালিক শিকল খুলে দেয়। পরে সাগরকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।