গিয়াসউদ্দিনের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহাম্ম্দ গিয়াসউদ্দিনের নির্দেশনায় শুক্রবার (১৮ জুলাই) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাইনবোর্ড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় শেষ হয়।
এদিকে ফতুল্লা ও সিদ্বিরগঞ্জ থানা বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে দুপুর থেকেই জড়ো হতে থাকেন দুই থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা। পরে মিছিলে মিছিলে আর শ্লোগানে শ্লোগানে পাসপোর্ট অফিসের সামনে জড়ো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডিএইচ বাবুল, জিএম সাদরিল, এসএম আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন, কৃষকদল নেতা নাছির প্রধানসহ প্রমুখ।