গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না: মামুন মাহমুদ

২৪ জুলাই আপনাদের হাত ধরে এসেছে। এই পরিবর্তন আপনাদের মাধ্যমে এসেছে। যখন আপনারা স্বপ্ন দেখেছেন ও পরিবর্তনের চিন্তা করেছেন তখন আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এই পরিবর্তনকে টিকসই করার জন্য যে চেতনা ছিলো সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য অনেক কাজ বাকি রয়ে গেছে। আপনারা ক্ষান্ত হবেন না সব সময় সজাগ থাকবেন। যেনো এ অর্জন ম্লান না হয়ে যায়।
সোমবার (২৫ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমিতে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত GPA-5 প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পড়াশুনার পাশাপাশি দেশকে ও নিজের পরিবারকে ভালোবাসতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ। পড়াশুনায় জ্ঞান অর্জন হয় কিন্তু সুশিক্ষা অর্জন হয় না। সুশিক্ষার জন্য প্রয়োজন ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা ও পারিবারিক শিক্ষা। তাহলে আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন। শুধু প্রতিষ্ঠিত হলে আবার হবে না সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত হতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসেকুল ইসলাম রাজিব। এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।