কুতুবপুরে সেন্টুর অভিযান, নারী মাদক ব্যবসায়ীকে এলাকা ছাড়ার নির্দেশ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শীর্ষস্থানীয় এক নারী মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। বিষয়টি ক্ষোদ নিজেই এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
মাদক ব্যবসায়ীর নাম রানু। সে পশ্চিম শাহী মহল্লা (আকন গলির) বাসিন্দা।
মনিরুল আলম সেন্টু বলেন, কুতুবপুরে মাদক ব্যবসায়ী বেড়ে গেছে। শীর্ষস্থানীয় এক নারী মাদক ব্যবসায়ীকে আগামী ১ অক্টোবরের মধ্যে এলাকা তথা কুতুবপুর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সে না শুনে তাকে আইনের আওতায় আনা হবে। এ অভিযান চলমান থাকবে।
জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে মাদক ব্যবসায়ীদের নিরাপদ আস্তনায় পরিণিত হয়েছে।যেমনি বেড়েছে মাদক বেচাঁ কিনা তেমনি এখন মাদক সেবনকারীও আগের তুলনায় বেড়ে গেছে।
গত ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সামনে ক্ষোভ প্রকাশ করেন কুতুবপুর ইউপির চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। সেখানে তিনি বলেছিলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সাথে তিনি রাজনীতি করতে চান না। তার এমন বক্তব্যে চটে যান কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের অনেক বির্তকিত নেতারা।