সারাদেশ
কুতুবপুরে যুবলীগ নেতা নুরুল ইসলামের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
কুতুবপুরে যুবলীগ নেতা নুরুল ইসলামের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
স্টাফ রিপোর্টার(Somoysokal) নারায়ণগঞ্জ ফতুল্লা থানা যুবলীগের সদস্য মো. নুরুল ইসলাম খন্দকারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকালে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নুরুল ইসলাম খন্দকারের অফিস কার্যালয়ের সামনে মিলাদ মাহফিল ও তোবারক বিতরণের মাধ্যমে এ শোক সভা পালন করা হয়।
মিলাদ মাহফিল ও তোবারক বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন ভূইয়া,নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য সাব্বির আহমেদ জুলহা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. লিটন, যুবলীগ নেতা ফারুক মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।