সারাদেশ

কুতুবপুরে তরুণদের তৈরি এরিয়া ফোনবুক অ্যাপের শুভ উদ্বোধন করলো সেন্টু চেয়ারম্যান

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে কলেজ পড়ুয়া তরুণদের তৈরি এরিয়া ফোনবুক অ্যাপের শুভ উদ্বোধন করেছেন অত্র ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু।

শনিবার (২৬ মার্চ) কুতুবপুর ইউনিয়নের দেলপাড়ায় অবস্থিত মীরকুঞ্জ পার্টি সেন্টারে সকাল থেকে বিকাল পযন্ত একদিন ব্যাপী মেলার আয়োজন ও কুতুবপুরবাসী গ্রুপ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এ অ্যাপের শুভ উদ্বোধন করা হয়।

এরিয়া ফোনবুক অ্যাপটি তৈরি করেছেন মঈনুল ইসলাম, শরীফ ইমতিয়াজ, শান্ত মন্ডল, মো. আশিকুর রহমান, আব্দুল আজিজ মিয়া, মনিকা হোসেন মমি।সহযোগিতায় ছিলেন আলামিন, আলে ইমরান, মোঃ সজল, ওমর ফারুক, মোঃ রনি, সুমি হোসাইন, হাবিবা আক্তার রাত্রি, শারমিন লিমা, ফরিয়া জাহান পুষ্প, তাসরিফা আক্তার শিউলী, রত্না রানী সরকার, ফারিহা খাঁন, কাকলি কবির রাত্রি, মেহের নিগার সহ আরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে ও টিভি ও বেতার ক্রীড়া ধারাভাষ্যকার মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া, মহিলা সদস্য অনামিকা হক প্রিয়াংকা, তরুণ সমাজ সেবা মোহাম্মদ মনির হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Back to top button
%d bloggers like this: