সারাদেশ
কুতুবপুরকে সিটি কর্পোরেশনে রাখতে বাস্তবায়ন কমিটি গঠিত

কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণভাবে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে “কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাতে পাগলা চিতাশালস্থ স্থানীয় একটি কার্যালয়ে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে ফতুল্লা থানা নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহকে আহবায়ক, কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি নুরুল হক জমাদ্দারকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এস. এম. কাদিরকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া, বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।