সারাদেশ

কাচঁপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে শনিবার (১১ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তার ছেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল।

সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউর আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস সচিব নাসির উদ্দিন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম প্রধান, পিরোজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোর্শেদ আলম, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা আতাউর রহমান আপেল, এমদাদ হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রাসেল সাউদ তরিকুল ইসলাম মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণসংযোগের সময় সাদরিল বলেন, আমরা আজকে গিয়াসউদ্দিন সাহেবের পক্ষে এখানে এসেছি। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। যে কোন মুল্যে এই আসন থেকে বিএনপি’র প্রার্থীকে আমরা বিজয় করে আনবো। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কাঁচপুরসহ পুরো সোনারগাঁকে উন্নয়নের জোয়ারে বাসিয়ে দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন বলেন, তারেক রহমানকে আমরা বলতে চাই; আপনি আমাদের গিয়াস ভাইকে ধানের শীষে মনোনয়ন দিবেন, আমরা আপনাকে নারায়ণগঞ্জ-৩ আসন উপহার দিবো।

Leave a Reply

Back to top button