কাঁচপুরে গ্যাস বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধের ঘটনায় স্বামীর পর মারা গেলেন স্ত্রী বাচা চৌধুরী। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় এ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন দগ্ধ হন।
নিহত বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। স্বামীকে নিয়ে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় থাকতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে মারা যান স্বামী মানব চৌধুরী। আর দিবাগত রাত পৌনে দুইটার দিকে মারা যান তার স্ত্রী বাচা চৌধুরী।
তিনি আরও জানান, তাদের তিন মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।