সারাদেশ

এবার উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে, বললেন বিএনপি নেতা আজাদ

বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। আমরা সবাই বাংলাদেশী। আমরা এ কথায় বিশ্বাসী। আপনাদের যেকোন সহযোগিতায় সহমর্মিতায় আমরা পাশে আছি এবং থাকবো। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের পূজামন্ডপ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় তার সাথে মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আজাদ আরও বলেন, যেকোনো সময়ের থেকে এবার আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন। এটাই আমাদের কাম্য। জননেতা তারেক রহমান আগামী সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে কাজ করবো। 

মহানগর বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত ভাই ও সদস্য সচিব টিপু ভাইসহ বিএনপির নেতারা গত ১০ দিন ধরে পরিশ্রম করছেন। আমাকে প্রবির দাদা এটা নিশ্চিত করেছেন। তারা তারেক রহমানে নির্দেশনা সুন্দরভাবে বাস্তবায়ন করছেন।

Leave a Reply

Back to top button