সারাদেশ
ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন মহিলা সংস্থার মাধ্যমে: রুবাইয়া সুলতানা
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মোগড়াপাড়ায় এ বিশেষ উঠান বৈঠক হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেমহিলাদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা মহিলা সংস্থা। তথ্য আপা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত একটি প্রকল্প।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগ্ঁ) আসনের সংসদ সদস্য কায়সার হাসনাতের সহধর্মিনী ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা।
রুবাইয়া সুলতানা বলেন, আমি চেষ্টা করবো আপনাদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার। এ প্রকল্পের মাধ্যমে আমরা ঋণ দিয়ে থাকি। যদি আপনাদের ইচ্ছা থাকে এখানে মহিলা সংস্থার মাধ্যমে আপনারা নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন ঋণ নিয়ে।