আড়াইহাজারে আজাদের নির্দেশনায় বিএনপির লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আড়াইহাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার হাইজাদি ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এবং কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আজাদ ভাই বিএনপির জন্য কাজ করছেন। মার্কা যে ভাবে তার জন্য আপনারা কাজ করবেন। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো।’