সারাদেশ

‘আঘাত করলে রুখে দাঁড়াবো’

আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আঘাত করলে আমরা রুখে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (১ অক্টোবর) কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, দোয়া করি আপনারা সুন্দরভাবে দূর্গা উৎসব পালন করেন। আগামীকাল আপনারা সুন্দরভাবে বিসর্জন করবেন। অনেকে গোলা পানিতে মাছ শিকার করতে চাইবে। সেটা যেন না হয় তার জন্য আপনারা হয়তো আমাদের কর্মীদের দেখছেন না কিন্তু তারা আপনাদের পাশে ছায়ার মতো আছে। 

তিনি আরও বলেন, অনেকে হিন্দু ভাইবোনদের সংখ্যালঘু বলে। কিসের সংখ্যালঘু? আপনাদের তো আইডি কার্ড আছে। আপনারা এ দেশে ভোট ও ট্যাক্স দেন। আপনারা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নাই। 

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব মিয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ প্রমুখ। 

Leave a Reply

Back to top button