১৫ আগষ্ট আওয়ামী লীগ অরাজকতার চেষ্টা করলে বাড়িঘরে থাকতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে শহরে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে দিন ব্যাপি অবস্থান কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সজল বলেন, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘড় থেকে বের করে দেয় নাই। তারা বাড়িঘরে আছে। তাদের বলতে চাই, আমরা ১৬ বছর ঘুমাইতে পারি নাই। যদি আপনারা ১৫ আগষ্ট অরাজকতার চেষ্টা করেন আপনাদের বাড়িঘরেও থাকতে দিবো না।
এসময় মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।