সারাদেশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শাহাদাৎ হোসেনের মৃত্যুবার্ষিকী শুক্রবার
ভাষা-সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ডা. শাহাদাৎ হোসেনের ২৯তম মৃত্যুবার্ষিকী শুক্রবার।
তিনি আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পেশায় ছিলেন দন্ত-চিকিৎসক। কলকাতা থেকে পড়াশুনা শেষে ১৯৪৬ সালে নারায়ণগঞ্জ শহরের ৪৮ সিরাজদ্দৌল্লা রোডে চিকিৎসাকেন্দ্র স্থাপন করেন। তখন তিনি ছিলেন নারায়ণগঞ্জ শহরে প্রথম ও একমাত্র দন্ত-চিকিৎসক।
তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৯৪ সালের ২১ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।