সারাদেশ

আওয়ামীলীগ নেতা মেহেদী হত্যা মামলায় গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীকে বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। 

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন মেহেদী সিদ্ধিরগঞ্জের গোদনাইল বর্মাস্ট্যান্ড এলাকার আফির উদ্দিন মাদবরের ছেলে।

এর আগে শনিবার রাতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানিয়েছে পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, আনোয়ার হোসেন মেহেদীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি হত্যা মামলা, ১টি হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় তার নামে জালিয়াতির মামলাও আছে।

মেহেদীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো হলো- সিদ্ধিরগঞ্জ থানার এফআইআর নং-২৫ (২২/১০/২০২৪), এফআইআর নং-২৭ (২৭/৮/২০২৪), এফআইআর নং-২৫ (২৬/৮/২০২৪)।

স্থানীয়রা জানান, বিগত সরকার আমলে আনোয়ার হোসেন মেহেদীর নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠে। তার বিরুদ্ধে গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে সংগঠিতভাবে তেল চুরি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Back to top button