সারাদেশ
আইনজীবী ফোরামের রেজা-গালিবসহ ৩ আইনজীবী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এড. রেজাউল করিম খান রেজা, এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব ও কামাল হোসেন মোল্লা নামের এক আইনজীবীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ফোরামের প্যাডে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জিয়াউর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাদের কোন কার্যকলাপের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দায়বদ্ধ থাকবেনা বলে জানানো হয়।
বহিষ্কৃত এড. রেজাউল করিম খান রেজা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী, এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব সাধারণ সম্পাদক প্রার্থী।