সারাদেশ

অভিযোগের জবাব দিলেন কায়সার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে লাঙ্গলের প্রার্থী এমপি খোকার দেয়া অভিযোগের জবাব দিয়েছেন একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার হাসনাত।

তিনি বলেন, ভোট হলো জনগনের অধিকার। ভোট দেওয়ার জন্য তাদেরকে আমরা উদ্বোর্ধ করছি। কাউকে ভয় দেখিয়ে ভোট আদায় করা যায় না। ভোট আদায় করলে মাঠে থাকতে হয়। মেম্বাররা হলো জনগণের প্রতিনিধি। তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কেউ কখনো লক্ষ্যে পৌছাতে পারে না। উনি (এমপি খোকা) যে কথাটি বলেছেন সম্পূর্ন মিথ্যা। এটা বানোয়াট অপপ্রচার ছাড়া আর কিছুই না।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নে গণসংযোগ চালানোর সময় সাংবাদিকদের সময় তিনি একথা বলেন।

এর আগে গত ২১ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা অভিযোগ করেন, সোনারগাঁয়ে মেম্বারদের ধমক দিয়ে সাময়িক ছবি তোলা সম্ভব। কিন্তু হৃদয়ে জায়গা নেয়া সম্ভব না।িএসব হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না।

Back to top button