সারাদেশ
অবরোধ সমর্থনে সজলের নেতৃত্বে মহানগর যুবদলের বিক্ষোভ
বিএনপির ডাকা সপ্তম দফায় ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধের শেষদিনে অবরোধ সমর্থনে নারায়নগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।
সোমবার ( ২৭ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের কিল্লারপুল থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় মহানগর যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সপ্তম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।