সারাদেশ

তত্ত্বাবধায়কের সমালোচনা কখনো বিএনপি আওয়ামী লীগ, আমরা ভুলবো না : খোকা

‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল’ মন্তব্য করে নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয় পার্টি চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন। আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং সে প্রস্তুতি কিভাবে হবে সেটা আমরা মিটিং এর মাধ্যমে জানিয়ে দিবো।

২৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কুমিল্লায় জাতীয় পার্টির মহাসম্মেলনে যাওয়ার পথে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

‘তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আমরা না’ উল্লেখ করে খোকা বলেন, ১৯৯১ সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিলো সেখানে আমরা অনেক নির্যাতনে শিকার হয়েছিলাম এবং জেলে গিয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে আমরা দেখছি নির্বাচনের পর যারা পরাজিত হয় তারা তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে। কখনো দেখেছি বিএনপিকে, কখনো আওয়ামী লীগকে। কিন্তু আমরা যে শিক্ষা পেযেছি সেটা ভুলবো না।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আবদুর রউফ, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাতীয় যুবসংঘতির সভাপতি কাজী লিটু, সাধারণ সম্পাদক শিকন্দার আলী মাষ্টারসহ প্রমুখ।

Back to top button