সারাদেশ

ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৬

সোনারগাঁয়ে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তির অপহরণ ও টাকা লুট করে যাওয়ার সময় চেকপোস্টে ৬ জনকে আটক করেছে পুলিশ৷ এসময় আটক ব্যক্তিদের বহনকারী মাইক্রোবাস থেকে চারটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি পুলিশ লেখা কটি, অকেজো ওয়ারলেস, এক জোড়া পুলিশের হাত কড়া, চাইনিজ কুড়াল, টর্চ লাইট ও লাঠিসোটা জব্দ করে পুলিশ৷

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আটক ব্যক্তিরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে শামিম হোসেন (৩৫), উজিরপুর উপজেলার মৃত আলী আহাম্মেদের ছেলে সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট মো. মিলন (৪৬), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাক মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৬), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন (৩০) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফুলমিয়ার ছেলে মো. নয়ন (২৬)৷

সংবাদ সম্মেলনে চাইলাউ মারমা বলেন, আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য৷ তাদের মধ্যে একজন সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট৷ তারা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লোকজনকে জিম্মি করে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়৷

চাইলাউ মারমা বলেন, সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের নয়াপুর থেকে মৃণাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে ডিবি পরিচয়ে জিম্মি করে গাড়িতে তোলে আসামিরা। পরে ওই ব্যক্তিকে স্বর্ণ চোরাকারবারি আখ্যা দিয়ে তার হাত-পা ও চোখ বেঁধে সাথে থাকা ৯০ হাজার টাকা লুটে নেয়৷ পালানোর সময় পুলিশের কাছে ধরা পড়ে তারা৷ এই ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানএ পুলিশ কর্মকর্তা৷

Back to top button