দেশীয় আর্ন্তজাতিকভাবে আঘাত আসবে : শামীম ওসমান
‘আগামী তিন মাস বড় ধরনের আঘাত আসবে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেন, দেশীয় ও আর্ন্তজাতিকভাবে আগামী তিন থেকে চার মাস বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরে আমাদের উপরে আঘাত আসবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, আমি চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করি না। আমার লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা আর কিছু না। এ দেশটাকে বাঁচাতে হবে। শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না উনি বাংলাদেশের সম্পদ।
আওয়ামী লীগের এ সংসদ সদস্য আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের রাজনীতি করতে হতো না। আজকে দেশ জাপানের মতো উন্নত থাকতো। ওরা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নকে ধ্বংশ করে দিয়েছে। শেখ হাসিনার কিছু হয়ে গেলে বাংলাদেশ আর মাথা উচু করে দাঁড়াতে পারবে না।
কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানিয়ে তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা নিশ্চিত থাকেন আগামীতে সরকার জাতির পিতা কন্যা শেখ হাসিনা গঠন করবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, জি. এম. আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, সিদি¦রগঞ্জ থানা যুবলীগের সভাপতি কাউন্সিলর মতি, কাউন্সিলর খোকন, কাউন্সিলর রুহুল, কাউন্সিলর নুর উদ্দিন, কাউন্সিলর বাদল, কাউন্সিলর আনোয়ারসহ প্রমুখ।