হত্যা মামলার আসামী বিএনপির সভাপতি : শামীম ওসমান
বিএনপি নেতা তৈমুর আলম খানের ভাইয়ের হত্যার আসামীকেই জেলা বিএনপির সভাপতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গত কয়েকদিন আগে বেসরকারী টেলিভিশন ডিবিসি’র সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমার মনে হয়না ওই অঞ্চলে (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) বিএনপির একটি শক্ত ঘাটি আছে। বিএনপির ত্যাগি নেতাকর্মীদের যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্ল করা হচ্ছে। এখন যারা সামনের সারিতে এসেছেন তাদের বিরুদ্ধে এত অভিযোগ, ২০০১-২০০৬ পর্যন্ত তারা ১৭টা খুনের সাথে জড়িত। এমনকি বিএনপি নেতা তৈমুর আলম খানের ভাইয়ের হত্যার আসামীকেই জেলা বিএনপির সভাপতি করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয় লাভ করবে নারায়ণগঞ্জ-৪ আসনে এমন প্রশোনর জবাবে শামীম ওসমান বলেন, আশা তো সবাই করবে। ২০০১ এ কিন্তু এখানে বিএনপি পাশ করে নাই। ওই বছর রাতের সারে তিনটা বাজে ঘোষনা দেয়, যে আমি পাশ করেছি। পরে সেনাবাহিনী গিয়ে বাক্স বদলে দেয়া হয়। সেনাবাহিনীর অফিসারটা ভালো ছিলেন, তিনি আমাকে বললেন যে, আপনি সরে পরেন। কারণ তখন বোম ব্লাস্টে আমার ডান পা ও বা হাতটা অচল ছিলো।