পিচ্চি মানিক হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ফতুল্লায় আলোচিত পিচ্চি মানিক হত্যার ঘটনায় জড়িদতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রেসক্লাবের সামনে সড়কে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে পরিবারের লোকজনসহ আরও অনেকে।
মানববন্ধনে নিহত মানিকের স্ত্রী ডালিয়া বেগম বলেন, মানিককে অন্য এলাকা থেকে বন্ধুরা আসছে বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে শরীফ, আরিফ, নাঈম, শান্ত, সাব্বির, মতি, মুন্না, রাকিব, নাঈমসহ আরো অনেকে। যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের সকলে বিচার চাই।আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। তাদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
পূর্ব শত্রুতার জের ধরে বিচার সালিশে মীমাংসার কথা বলে ফতুল্লার ইসদাইর এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী পিচ্চি মানিককে গত ২৪ জুলাই রাতে ফোন করে চাঁদমারি মাউরাপট্টি এলাকায় ডেকে নিয়ে যান শরীফ। এরপর শরীফ ও তার সহযোগীরা মিলে তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী ডালিয়া বেগম নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করেন।