সোনারগাঁ আসনে নৌকা চাইলেন মেয়র আইভী
সোনারগাঁয়ে নেতৃত্ব দিয়েছে সাজেদ আলী মুক্তার ও মোবারক সাহেব সে সোনারগাঁয়ে কেনো হাতছাড়া থাকবে। কেনো সেখানে জাতীয় পার্টিকে দিতে হবে। আমি ঠিক জানি না প্রধানমন্ত্রী হয়তো কোনো না কোনো কারণে দিয়েছে। এখন সময় এসেছে এখানে আওয়ামী লীগের প্রতিনিধি দেওয়ার। অনেকে জয় বাংলা বলতে পারে না স্লোগান দিতে পারে না যা ইচ্ছে তা। ১৫ বছর ধরে দল ক্ষমতায় সেখানে সাংগঠনিক অবস্থা খুব খারাপ।
রোববার (১৬ জুলাই) না’গঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কর্নার নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ড. সেলিনা হায়াত আইভী এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম.এ. রশীদ, রুপগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া, সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও ডা. আবু জাফর চৌধূরি বীরু।