সারাদেশ

ময়লা পানিতে নামলেন শামীম ওসমান

নিজ সংসদীয় আসন ফতুল্লায় জলাবদ্ধতায় ভুগছেন সাধারণ জনগন দীর্ঘদিন যাবৎ। অবশেষে তাদের দুঃখ লাগবের কথা বিবেচনা করে ময়লা পানিতে নেমে লালপুর-পৌষাপুকুর পাড়বাসীর দূর্দশা সরেজমিনে ঘুরে দেখলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান।

শুক্রবার (৭ জুলাই) বিকলে ডিএনডি বাঁধের অভ্যন্তরে ফতুল্লার ৪নং ওয়ার্ডের লালপুর-পৌষাপুকুর পাড় এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সমস্যা শুনেন এবং অতি দ্রুত জলাবদ্ধতা নিরসন করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে গত ২ জুলাই সিদ্ধিরগঞ্জে শিমরাইল পাম্প হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেছিলেন, জলাবদ্ধতা যদি অপসারণ করা না হয় আমি তাহলে ওই ময়লা পানিতে নেমে অবস্থান ধর্মঘটে নেমে যাব। আমি গলা পর্যন্ত পানিতে নেমে দাঁড়িয়ে থাকব।

Back to top button