সিদ্ধিরগঞ্জে রাস্তা বন্ধ করে বহুতল ভবনের নির্মাণ কাজে ভোগান্তী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডস্থ কালুহাজী রোড সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রাস্তার দুই পাশে জমা রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে জেসমিন নামে এক নারী। গত দুই সপ্তাহ যাবৎ কালুহাজী রোডে ইট, বালু, পাথর ও রড স্তুপ রেখে এমন পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে। স্থানীয়রা একাধিকবার নিষেধ করার পরও তারা কারও কথায় কর্ণপাত করছেনা বলে অভিযোগ এলাকাবাসীর। এমতাবস্থায় সিটি কর্পোরেশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, জেসমিন নামে ঐ নারীকে অবগত করার পরও সে কালুহাজীর রাস্তাটির দুই পাশে বালু, ইট ও পাথর জমা করে রেখেছে। সে এগুলো সরিয়ে রাস্তা চলাচলের জন্য স্বাভাবিক করে দেয়নি। এছাড়া ঐ রাস্তাটি থেকে নির্মাধীন ভবনটিতে যেতে আরো একটি সংযোগ রাস্তায় মেশিন বসিয়ে কংক্রিট মেশানোর কাজ চালিয়ে যাচ্ছে। এতে ঐ সংযোগ রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বাসিন্দারা যাতায়াত করতে পারছেন না। তাছাড়া মেশিনের উচ্চ শব্দে শব্দ দূষণ সৃষ্টি হয়ে ছেলে-মেয়েদের পড়ালেখার বেঘাত ঘটছে। এমন শব্দে স্থানীয়রা বিরক্ত এবং ক্ষুব্ধ।
অন্যদিকে কালুহাজী রোডে যাতায়াতকারী অসংখ্য যানবাহন বিপাকে পড়েছে। সফিকুল ইসলাম নামে এক পথচারী জানান, রাস্তাটির দুই পাশ অবরুদ্ধ হয়ে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেনা যানবাহন ও পথচারীরা। জমিয়ে রাখা বালু রাস্তায় ছড়িয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এতে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে।
আব্দুল গাফ্ফার নামে এক ব্যক্তির ইন্ধনে এবং তার দেওয়া নির্মাণ সামগ্রী দ্বার ঐ নারী এসব কাজ করছে বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে আব্দুল গাফ্ফার জানান, আমার এমন কোন ব্যবসা নেই। আমি কোন মাল রাস্তায় রাখিনি। জেসমিন শুধুমাত্র আমার আত্মীয়।
এ বিষয়ে কথা বলতে ২নং ওয়ার্ড কাউন্সিল মো. ইকবাল হোসেনের ব্যবহৃত ফোন নাম্বারে কল করে তাকে পাওয়া যায়নি।