সারাদেশ

৩১ দফা হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা: রুহুল আমিন সিকদার 

৩১ দফা হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা: রুহুল আমিন সিকদার 

স্টাফ রিপোর্টার (Somoysokal) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মাঠে আছি, জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি,

রুহুল আমিন সিকদার জানান, ফতুল্লা থানার প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে। তিনি সকল দেশপ্রেমিক নাগরিককে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Back to top button