ছাত্রলীগের মশাল মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) ও মো. আবির (১৫)।
জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০–৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেন।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের পাঁচজনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯–এর অধীনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

