সারাদেশ
নারায়ণগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎসপোনা অবমুক্তকরন ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। এ কর্মসূচির আয়োজন করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মুসা, জুয়েল রানা, যুবদল নেতা মোহাম্মাদ নূর আলম, জাকির হোসেন, দুলাল মিয়া ও মোহাম্মদ বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

