সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে দরিদ্র, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন হানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপনসহ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। তাদের এ ধরনের মহৎ কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।

