ফতুল্লায় প্রিন্স মামুন গ্রেপ্তার

ফতুল্লায় ইজিবাইক চালক মো. মমিনুর (২৮)কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তার আসামীর নাম প্রিন্স মামুন (২৮)। সে পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কমাল মজুমদারের ছেলে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটে।
মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত মমিনুর হক পরিবার নিয়ে ফতুল্লা থানার উত্তর নরসিংপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ছিলেন অটোচালক। গত ২৮ অক্টোবর সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হন এবং দুপুরে মাসদাইর এলাকার একটি গ্যারেজে অটো চার্জে দেন। এরপর অপর অটোচালক মো. সবুজের (২১) সঙ্গে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্টের পাশে যান। তখনই পূর্ব-শত্রুতার জেরে মামুনসহ অন্যান্য আসামিরা মমিনুর ও সবুজকে কথা আছে বলে ফতুল্লা পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের চিপা গলিতে নিয়ে যায়। চিপা গলিতে নিয়ে আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করে। দুই জন টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা মারধর সহ হত্যার হুমকি প্রদান করে। একপর্যায়ে আসামি মামুনসহ সকলে মিলে তাদের গুরুতর নীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে। মারধরের শিকার হওয়ার পর মমিনুর হক মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে চলে আসেন। গ্যারেজে আসার পরই তিনি হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে বাসায় নেওয়ার পথে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিকশার মধ্যেই তিনি মারা যান। স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
 
 

