জামিন পেলেন মহানগর বিএনপির আহবায়ক

নারায়ণগঞ্জ আদালতে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মামলার একদিন পর জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬জন।
৩০ অক্টোবর সকালে মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন খানসহ ৬জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের ১০০ টাকার মুচলেকায় চার্জশিট প্রদত্ত জামিন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী, তার স্বামী ও সন্তানদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মো. ইরফান মিয়া (৫০) ও দুই ছেলে জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন। ঘটনার পর ২৮ অক্টোবর রাজিয়া সুলতানা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনকে আসামী করা হয়।
রাজিয়া সুলতানার অভিযোগ, আদালতে হাজিরা দিতে গেলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের নির্দেশে তার জুনিয়ররা ও মুহুরি মিলে আমাদের ওপর হামলা করে। তারা আমার স্বামীকে বেধড়ক মারধর করে এবং আমার শরীর ও লজ্জাস্থানে আঘাত করে শ্লীলতাহানি করে। আমার জামাকাপড় ছিঁড়ে ফেলেছে। আমার শিশুসন্তানকে মারধর করেছে।
রাজিয়া সুলতানার দাবি, প্রথমে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম বাদ দিতে বলে। তবে তিনি রাজি না হওয়ায় দীর্ঘ অনশনের পর গত মঙ্গলবার রাতে পুলিশ মামলাটি গ্রহণ করে।
 
 

