সারাদেশ
সাংবাদিক সাদিক শাওনের মা চলে গেলেন না ফেরার দেশে

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার জানাজা নামাজ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
 
 

