সারাদেশ

সোনারগাঁয়ে সর্ববৃহৎ শোডাউন দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

উৎসবমুখর পরিবেশে স্মরণকালের সর্ববৃহৎ শোডাউন দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোনারগাঁ উপজেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে যুবদলের ৪৭তম ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন হতে বিভিন্ন বাদ্যযন্ত্র, পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ সজ্জিত যুবদলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় সমবেত হন। পরে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বর্ণাঢ্য এক বিশাল র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিপুল সংখ্যক যুবদলের যুবকদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও উপস্থিতিকে সোনারগাঁ উপজেলায় স্মরণকালের সেরা শোডাউন হিসেবেই বিবেচনা করছে থানা যুবদল। আয়োজিত এ র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপি ২নং সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ২নং যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলী, আমীর, কাউসার, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাহেল আলী, রানা, আল-আমীন, সালেহ মূসা, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলমাস মিয়া, আতাউর রহমান, নোবেল মীর, আমিনুল ইসলাম, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, সোহেল রানা, করিম রহমান, ইমরান ফারুক, জুয়েল রানা, আল-আমীন বেপারী, সানাউল্লাহ, সোহেল ভান্ডারী, বেনীয়াম, শাহআলম, সানাউল্লাহ প্রধান, ফরহাদ আহমেদ তুহিন, খাইরুল ইসলাম কিরন, রতন, মাহফুজ, সোহাগ, আরিফ হোসেন বাবু, ইউসুফ সোহাগ, আরিফ হোসেন, মির্জা মুন্না, মিঠুন, সাগর, সামির হোসেন, ফারুক, আনোয়ার, সোনারগাঁও পৌর যুবদল নেতা রিতুসহ যুবদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করেন।

Leave a Reply

Back to top button