সারাদেশ

মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীসহ নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তার মধ্যে রয়েছে, ৫টি আসনের এলাকাগুলোতে বিএনপিকে শক্তিশালী করা, জনগণের মাঝে ৩১ দফা তুলে ধরা ও যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করা। জেলা বিএনপির নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়নের আশায় মাঠে নেমেছেন ৩০-৪০ জনের মতো মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ি, অধ্যাপক, প্রফেসরসহ নানা পেশায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিবর্গ। ইতিমধ্যে ৫টি আসনে মনোনয়ন প্রত্যাশীরা প্রকাশ্যে বিষোদগার না করলেও কর্মী সমর্থকরা নানা ধরনের বিষোদগার করছেন। এহেন কর্মকান্ডে দলের হাই কমান্ড অনেকটাই ক্ষুব্ধ।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, যারা ১৭ বছর দলকে আগলে রেখেছেন তাদেরকে মনোনয়নে যথাযথ মূল্যায়ন করা হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম আজাদ ও বিএনপির সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ আরও অনেকে।

 

Leave a Reply

Back to top button