সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের র‌্যালি

নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা যুবদলের উদ্যোগে নতুন কোর্টের সামন থেকে বিশাল র‌্যালী বের হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে। 

পরে র‌্যালিটি বিজয়স্তম্ভে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসব কর্মসূচিতে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা ও পৌরসভার সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Back to top button