সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ উপজেলা যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ অক্টোবর। এদিন নারায়ণগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা উদযাপিত হবে। এ উপলক্ষে সংগঠনের অন্যতম সোনারগাঁ উপজেলা যুবদলের পক্ষ থেকে থাকছে বিশেষ চমক।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে ২৩ অক্টোবর প্রস্তুতি সভার আয়োজন করে সোনারগাঁ উপজেলা যুবদল। সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমানের স্বপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সফল করতে নানা দিকনির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন বলেন, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা প্রস্তুতি সভা করেছি এবং সকল নেতাকর্মীকে দিকনির্দেশনা দেয়া হয়েছে। ২৭ অক্টোবর সকালে জেলা যুবদলের মূল কর্মসূচিতে অংশ নেয়ার আগে আমরা জেলখানার পাশে পেট্রোল পাম্পে জড়ো হবো এবং এখান থেকে বিশাল মিছিল নিয়ে মূল কর্মসূচিতে অংশগ্রহণ করব।

স্বপন বলেন, সোনারগাঁও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আলাদা আলাদা ব্যানার নিয়ে নেতাকর্মীরা উপস্থিত থাকবে। প্রতিটা ওয়ার্ডের কর্মী সমর্থকরা মিছিলকে সফল করতে অংশগ্রহণ করবে। আমরা চমক দেখানোর জন্য প্রস্তুত।

Leave a Reply

Back to top button