কাশিপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ মামুন মাহমুদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার কাশিপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
সোমবার (২০ অক্টোবর) দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় মামুন মাহমুদ বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব পদক্ষেপ নেওয়া হবে ৩১ দফা কর্মসূচিতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।
কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাড, বারী ভূইয়া, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলসহ প্রমুখ।