সারাদেশ

নারায়ণগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ আটক ২

নারায়ণগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ২০ পুড়িয়া হেরোইন এবং ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন, গলাচিপা মো. তারা মিয়ার ছেলে মো. আবু তাহের ওরফে সুমন (৪২) ও বন্দর জামাইপাড়া এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে মো. ফাহিম (২৫)।

১৯ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ২নং রেল গেইট সংলগ্ন উকিলপাড়া জামে মসজিদ এর সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাসির উদ্দিন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Back to top button