‘নির্বাচনের জন্য জাতি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদয় হয়েছে। তিনি বলেন, জাতি অধীর আগ্রহে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশ গ্রহণমূলক নির্বাচনের অপেক্ষা করছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপানারা জানেন স্বৈরাচার খুনি শেখ হাসিনা দেশের মানুষের টাকা ব্যাংক থেকে লুটপাট করে এস আলম গ্রুপের কাছে রেখেছে। সেই টাকা দিয়ে বর্তমানে খুনি হাসিনা দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। হাসিনা ও তার পরিবার এমন ভাবে দেশের টাকা লুটপাট করেছে বর্তমানে সরকারি কর্মকর্তাদের বেতন আটকে যাচ্ছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।
আগামী ৯০ দিনের মধ্যে নাসিক ২ নং ওয়ার্ডকে মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি। বলেন, যারা মাদক সেবন করেন তারা যদি সঠিক চিকিৎসা করাতে না পারেন তাহলে গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের অর্থায়নে চিকিৎসা করাবো।
বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, আমি জানি এই এলাকায় কয়েকজন ভূমিদস্যু আছে। আপনারা ভালো হয়ে যান। যদি ব্যবসা করতে চান তাহলে সাধারণ মানুষদের জিম্মি না করে ন্যায্য মূল্যে জমি ক্রয় বিক্রয় করেন।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন মুকুল এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, অকিল উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম ময়ূর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মো. শাহ আলম হিরাসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।