সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতার

‘নাসিক ১০নং ওয়ার্ডে বড় মাদকের ডিলার ক্যাপ শফিক’ শিরোনামে ১৪ অক্টোবর নারায়ণগঞ্জের দৈনিক সচেতন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে ‘সময় সকালের’ প্রতিবেদককে মুঠোফোনে শফিকুল ইসলাম শফিক সংবাদটিতে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা প্রতিবাদ করছি। আমার রাজনৈতিক দলের একটি প্রতিপক্ষ আমার নেতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের ইমেজ ক্ষুন্ন করতে এ ধরণের নিউজ করিয়েছে।

তিনি আরও বলেন, আমি সিগেরেট দূরের কথা, চা পযর্ন্ত আমি খাই না। সারা জীবন আমি মাদকের বিরুদ্ধে ছিলাম। সামনে কাউন্সিলর নির্বাচন করবো। আমার এলাকায় মুড়ির মতো মাদক বিক্রি হচ্ছে। তার প্রতিবাদ করায় আমাকে হেয় করতে দৈনিক সচেতন পত্রিকায় নিউজ করেছে। 

যুবদলের এ নেতা বলেন, মাদকের সাথে যদি আমি জড়িত থাকি অথবা কাউকে সুপারিশ করে থাকি তাহলে তাকে আমি এক কোটি টাকা পুরষ্কার দিবো। এমনকি মাদকের পক্ষে গিয়ে কাউকে ছাঁড়িয়েছি থানা থেকে এরকম প্রমাণ পাওয়া গেলে আমি নিজের ইচ্ছায় দল থেকে পদত্যাগ করবো। 

Leave a Reply

Back to top button